বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর, ঝালকাঠি ও পটুয়াখালি জেলা কার্যালয়ের ০৩ জন কর্মকর্তার নেতৃত্বে পিরোজপুর, ঝালকাঠি ও পটুয়াখালি - এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়, ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইন্দ্রানী দাস, এবং পটুয়াখালি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ সেলিম বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের অপরাধে ১১ প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে ১২৩,০০০/- (এক লক্ষ তেইশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস